
বিবাহ মানুষের জীবনের সবচেয়ে বড় একটি সিদ্ধান্ত। যেখানে দুজন মানুষের মনের মিল খুবই জরুরি। তাই বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই জীবনসঙ্গীর ভাল-মন্দ সম্পর্কে জানা উচিত।
কারণ বিয়ের আগে কিছু কথোপকথন আবশ্যিক। জেনে নিন বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে যে ৫ প্রশ্ন অবশ্যই করবেন-
> বিয়ের আগে সঙ্গীর অর্থনৈতিক দিক নিয়ে আলোচনা করুন। দাম্পত্য জীবনে পরস্পরের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আগে থেকেই জানা জরুরি।
আর্থিক অবস্থা ভাল হোক বা খারাপ দু’জনে কীভাবে এগিয়ে যেতে চান তা বিয়ের আগেই আলোচনা করে নেয়া ভালো।
> বিয়ের পরপরই সন্তান নিতে হবে, এ ধারণা অনেক পুরোনো। সন্তানধারণ নিয়ে হবু স্ত্রীর মতামত কী সেটিও জানা জরুরি। অসম্মতি থাকলে আলোচনা করুন।
অনেক ক্ষেত্রে চাইলেও সন্তানধারণে সক্ষম হন না অনেক দম্পতি সেক্ষেত্রে, কী করণীয় হতে পারে আলোচনা করুন সেই ব্যাপারেও।
> যৌন জীবন নিয়েও আলোচনা করা অবশ্যই উচিত। কারণ সুস্থ যৌন জীবন সুস্থ দাম্পত্যের চাবিকাঠি, কাজেই লজ্জা না করে স্পষ্টভাবে এ বিষয়েও কথা বলুন।
> পরস্পরের মানসিক স্বাস্থ্য নিয়েও কথা বলুন একে অন্যের সঙ্গে। সঙ্গীর নিরাপত্তাহীনতা বা মানসিক অবসাদে আপনার ভূমিকা কী হবে তা নিয়ে ধারণা থাকলে দাম্পত্য কলহ কমবে।
> বিয়েতে অনেক ক্ষেত্রেই দু’জন মানুষ ছাড়াও জড়িয়ে থাকে দুটি পরিবার। দু’জনের পরিবারের মধ্যে রসায়ন কেমন হবে তাও আগে থেকে জেনে নেয়া ভালো।
যদি সঙ্গীর আগে থেকেই সন্তান থাকে, সেক্ষেত্রে সেই সন্তানকে কীভাবে কাছে টানবেন আলোচনা করুন তা নিয়েও।
বিবার্তা/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]