
আন্তর্জাতিক দাতাদের অর্থ সহায়তা হ্রাস করায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য রেশনের পরিমাণ আরো কমানো হচ্ছে। সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি অর্থ সহায়তার আবেদন জানিয়েছে জাতিসংঘ।
বৃহস্পতিবার (১ জুন) জাতিসংঘ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এই আহ্বান।
তহবিল সংকটের কারণে সম্প্রতি বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রিত রোহিঙ্গাদের রোহিঙ্গাদের মাসিক খাদ্য সহায়তা বাবদ অর্থ তিন মাসের মধ্যে দ্বিতীয়বার কমানো হচ্ছে। এর ফলে শতকরা হিসেবে রোহিঙ্গাদের দৈনিক রেশন সহায়তা হ্রাস পাবে ৩৩ শতাংশ।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রেশনের কাটছাঁট প্রায় ১০ লাখ রোহিঙ্গার জীবনে প্রভাব ফেলবে, যারা খাদ্য সাহায্যের ওপর নির্ভরশীল, যাদের জীবনধারণের জন্য কর্মসংস্থানের কোনো সুযোগ-সম্ভাবনা নেই।’
চলতি বছরের শুরুতে রোহিঙ্গাদের জন্য বিশব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাথাপিছু মাসিক ১২ মার্কিন ডলার মূল্যমানের রেশন সহায়তা দেওয়া হচ্ছিল। কিন্তু অর্থায়নের অভাবে ১ মার্চ থেকে তাদের মাথাপিছু মাসিক রেশন কমিয়ে ১০ মার্কিন ডলার করা হয়৷ কিন্তু তহবিলে টান পড়ায় ১ জুন থেকে বৃহস্পতিবার থেকে রোহিঙ্গাদের প্রত্যেকের জন্য প্রতি মাসে আট মার্কিন ডলার বা ৮৪০ টাকা সমমূল্যের রেশন সহায়তা দেওয়া হচ্ছে।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]