
নির্বাচনকে সামনে রেখে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আদেশ পাননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইসি আনোয়ারুল বলেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আশঙ্কা থাকতে পারে, তবে ইসি মনে করে নির্বাচন সুন্দরভাবে ১২ তারিখেই অনুষ্ঠিত হবে। কোনো দলকে নিষিদ্ধের আদেশ পায়নি ইসি। কারও পক্ষ থেকে দাবি উঠতেই পারে।’
নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি বলেন, ‘এখন নির্বাচনী পরিবেশ ও মাঠ অতীতের অনেক নির্বাচনের চেয়ে চমৎকার আছে। রাজনৈতিক দল শঙ্কা জানালেও ইসি কোনো শঙ্কা দেখছে না।’
আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ইসি তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।
গণভোটের বিষয়ে ইসির অবস্থান পরিষ্কার করে আনোয়ারুল ইসলাম বলেন, ‘নির্বাচনী দায়িত্বে যাঁরা থাকবেন, তাঁরা আইনগতভাবে কোনো পক্ষের হয়ে কাজ করবেন না। সরকারের হ্যাঁ-ভোটের বিষয়ে মন্তব্য করবে না ইসি। সাংবিধানিকভাবে ইসি স্বাধীন। রিটার্নিং কর্মকর্তাও কোনো পক্ষে থাকবেন না।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]