‘হ্যা’ ভোটকে জয়ী করতে হবে: আলী রিয়াজ
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১৬:৩১
‘হ্যা’ ভোটকে জয়ী করতে হবে: আলী রিয়াজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের পক্ষে অর্থাৎ ‘হ্যা’ ভোটকে জয়ী করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ।


মঙ্গলবার (২৭ জানুয়ারি) গণভোটের প্রচারে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।


অধ্যাপক আলী রীয়াজ বলেন, চব্বিশে গণতন্ত্রের মুক্তি কারও দানে নয়, আমাদের সন্তানের রক্তের বিনিময়ে এসেছে। তাদের প্রতি দায় থেকেই এই সনদ বাস্তবায়ন করতে হবে। আর বিচার বিভাগ স্বাধীন না হলে সঙ্গত কারণে বিভিন্নভাবে বিচার ব্যবস্থা প্রভাবিত হওয়ার আশঙ্কা থেকে যায়।


তিনি বলেন, শুধুমাত্র ধর্মীয় বিবেচনায় নয়, প্রত্যক ধর্ম ও ধর্মের মানুষকে আলাদাভাবে সুরক্ষা দিতে হবে সংবিধানের মাধ্যমে। জুলাই সনদ তৈরি করা হয়েছে মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য। বিদ্যমান সংবিধান থাকলে যে কেউ আবারো ফ্যাসিস্ট হতে পারে।


তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের পক্ষে অর্থাৎ ‘হ্যা’ ভোটকে জয়ী করতে হবে। এ সময় গণভোট নিয়ে একটি পক্ষ অপপ্রচার করছে বলেও অভিযোগ করেন তিনি।


তিনি আরও জানান, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে।


মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com