অনূর্ধ্ব-১৭ ফুটবল
প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল পর্তুগাল
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৯:৫১
প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল পর্তুগাল
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ জিতল পর্তুগাল। কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে অস্ট্রিয়াকে ১–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে তারা। শিরোপা নির্ধারণী ম্যাচের একমাত্র গোলটি করেছেন টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ফর্মে থাকা আনিসিও ক্যাব্রাল।


দোহায় খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ছিল টুর্নামেন্টের সেরা পরিবেশ। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে শুরু থেকেই ম্যাচে দেখা যায় দুই দলের উন্মত্ত গতি ও তীব্র লড়াই। মাত্র ১৫ মিনিট পার হতেই দুয়ার্তা কুনিয়ার একটি গোল বাতিল করেন রেফারি—হফমানের ওপর ফাউলের কারণে ভিএআর সেই সিদ্ধান্ত বহাল রাখে। সঙ্গে সঙ্গেই পাল্টা আক্রমণ থেকে মজারের শট ফিরিয়ে দেন ফুর্তাদো, আর রোমারিও কুনিয়া এক অনন্য সেভে রুখে দেন দেশিশকুর একক প্রচেষ্টা।


এই চাপই যেন পর্তুগালকে আরও আগ্রাসী করে তোলে। ডান দিক থেকে কুনিয়ার দৌড় ও ড্রিবলের বিস্ফোরণে দিশেহারা অস্ট্রিয়ার ডিফেন্স। ৩০ মিনিট পেরোতেই তার সঙ্গে মাতেুস মিদের দুর্দান্ত পাস আদান-প্রদান থেকে দূরের পোস্টে বল পেয়ে ক্যাব্রাল নিখুঁত ফিনিশে করেন ম্যাচের প্রথম ও একমাত্র গোল। ভিএআর-এ সামান্য অপেক্ষার পর গোলটি নিশ্চিত হয়। ক্যাব্রালের এটি ছিল টুর্নামেন্টের সপ্তম গোল।


নড়বড়ে অস্ট্রিয়া বিরতির আগে একবার চেষ্টা করলেও ওয়াইনহানডলের দূরপাল্লার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। তবে দ্বিতীয়ার্ধে তারা দৃঢ়ভাবে ফিরে আসে, বল দখল করে নেয় এবং দীর্ঘ রেঞ্জের শটে রোমারিও কুনিয়াকে ব্যস্ত রাখে দেশিশকু, জোসেপোভিচ, মার্কোভিচ ও মজার। একপর্যায়ে এনডুকওয়ের হেড ফিরিয়ে দেয়ার পর কয়েক সেকেন্ডের ব্যবধানে বদলি নামা ফ্রাউশারের শট পোস্টে লাগে—এটাই ছিল অস্ট্রিয়ার সবচেয়ে বড় সুযোগ।


শেষ পর্যন্ত সেই রক্ষা-লাগা সুযোগই তাদের ধাক্কা দেয়; পর্তুগাল চাপ সামলে ধরে রাখে লিড। শেষ বাঁশি বাজতেই মাঠজুড়ে লাফিয়ে ওঠে তরুণ পর্তুগিজরা—ইউরো শিরোপার পর এবার বিশ্বমঞ্চে দ্বিতীয় সাফল্য পেল তারা।


অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সবচেয়ে সফল দল নাইজেরিয়া। এখন পর্যন্ত ৫ বার শিরোপা জিতেছে তারা। চারবার শিরোপা জিতে তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল।


এদিকে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল ইতালি ও ব্রাজিল। নাটকীয় সেই ম্যাচে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ২–৪ ব্যবধানে জয় পায় ইতালি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com