বড় জয়ে টি-টোয়েন্টিতে উড়ন্ত শুরু আয়ারল্যান্ডের
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ২১:৫৭
বড় জয়ে টি-টোয়েন্টিতে উড়ন্ত শুরু আয়ারল্যান্ডের
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

টেস্টে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়ে সিরিজ ঘরে ‍তুলেছিল বাংলাদেশ দল। যা সহজে মানতে পারেনি সফরকারীরা। তাই প্রতিশোধ নিতে প্রথম টি-টোয়েন্টিতে টাইগারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে আইরিশরা। এতে ৩৯ রানের বড় জয়ে টি-টোয়েন্টিতে উড়ন্ত শুরু পেয়েছে আয়ারল্যান্ড।


বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৮২ রানের লক্ষ্য দিয়েছিল আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান তুলতে পারে টাইগাররা। এতে ৩৯ রানের জয় পেয়েছে আইরিশরা।


বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন তানজিদ তামিম। ৫ বলে ২ রান করে ক্যাচ আউট হন তিনি। তামিমের বিদায়ের পর তিনে ব্যাট করতে এসেছিলেন লিটন কুমাস দাস। কিন্তু মার্কা অ্যাডওয়ারের বলে ক্যাচ হন তিনি। ৩ বলে ১ রান করেন তিনি।


এতে দলীয় ৪ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। ১ রান যোগ করতেই বাজে শট খেলে ক্যাচ তুলে দেন পারভেজ ইমন, বাংলাদেশের বিপদ আরও বাড়ে। এদিন ইনিংস বড় করতে পারেননি সাইফ হাসানও। ১৩ বলে ৬ রান করে বোল্ড আউট হন তিনি।


এরপর দলের হাল ধরার চেষ্টা করেন তাওহীদ হৃদয় ও জাকের আলী। দুজনের ব্যাটে ভর করে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৯ রান। তবে ইনিংস বড় করতে পারেননি জাকের। এক ছক্কায় ১৬ বলে ২০ রান করে ক্যাচ আউট হন তিনি।


৫ বলে ৬ রান করে একই পথে হাঁটেন তানজিম সাকিবও। দুই বল পরেই রিশাদ ও নাসুম ডাক আউট হলে ৭৪ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। তবে অপর প্রান্তে থেকে লড়াই করতে থাকেন হৃদয়।


শেষ ৩৬ বলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১০১ রান। দলের পরাজয় নিশ্চিত জেনেও নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৩৪ বলে ফিফটি তুলে নেন হৃদয়। সেই সঙ্গে বাংলাদেশও দলীয় শতক পার করে। এরপর ১৩ বলে ১২ রান করে ক্যাচ হন শরিফুল। শেষ পর্যন্ত হৃদয় ৫০ বলে ৮৩ রান করে অপরাজিত থাকলেও দলের হার বাঁচাতে পারেনি হৃদয়। ৩৯ রানে জয় পেয়েছে আইরিশরা।


এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে আইরিশরা। শরিফুলের প্রথম ওভারে ৮ রান তোলেন পল স্ট্রালিং। তৃতীয় ওভাসে ৪ বাউন্ডারি হজম করেন শরিফুল। তবে পঞ্চম ওভারে তানজিম সাকিবকে বোলিংয়ে আনেন লিটন।


ওভারের দ্বিতীয় বলে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন এই টাই পেসার। পল স্ট্রালিংকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন তিনি। ৪ বাউন্ডারিতে ১৮ বলে ২১ রান করেন আইরিশ ওপেনার।


পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৪৮ রান তুলতে পারে আয়ারল্যান্ড। স্ট্রালিংয়ের আউটের পর দলের হাল ধরেন টিম ও হ্যারি টেক্টর। তবে ইনিংস বড় করতে পারেননি টিম টেক্টর। নবম ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি লাইনে কাটা পড়েন তিনি।


৬ বাউন্ডারিতে ১৯ বলে ৩২ রান করেছেন টেক্টর। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন হ্যারি টেক্টর। এতে ১০ ওভারে ৭৭ রান তুলতে পারে সফরকারীরা।


টেক্টরকে সঙ্গ দিয়ে ব্যাট চালাচ্ছিলেন লরকান টাকারও। তবে ১৩তম ওভারে এই ব্যাটারকে সাজঘরে ফেরান শরিফুল। ২ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে ১৪ বলে ১৮ রান করেন তিনি। রপর পিচে এসেই বলে বলে বাউন্ডারি মারতে থাকেন ক্যাম্ফার। তবে ১৭ বলে ২৪ রান করে ক্যাচ আউট হন তিনি।


তবে অপর প্রান্ত আগলে রেখে ৩৭ বলে ফিফটি তুলে নেন টেক্টর। ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে আসেন তানজিম সাকিব। এই ওভারে টানা দুই ছক্কায় ১৭ রান দিয়েছেন তিনি। এতে ১৮১ রানের বড় পুঁজি পায় আইরিশরা।


বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন তানজিম সাকিব। এ ছাড়াও রিশাদ হোসেন ও শরিফুল নেন একটি করে উইকেট।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com