
সময়টা মোটামুটি ভালোই যাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। শেষ ৫ ম্যাচে কোনো হারের মুখ দেখেনি তারা। তবে সোমবার (২৪ নভেম্বর) রাতে ঘরের মাঠে ১০ জনের এভারটনের কাছে হেরে আবারও বড় এক ধাক্কা খেল আমোরিমের দল।
ওল্ড ট্রাফোর্ডে এভারটনের কাছে ১-০ গোলে হেরেছে ম্যানইউ। ম্যাচের একমাত্র গোলটি করেছেন কিয়েরনান ডিউসবারি-হল।
ম্যাচের ১৩তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এভারটনের ইদ্রিসা গুয়ে। নিজ ক্লাবের খেলোয়াড়ের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সেনেগালের এই মিডফিল্ডার। রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান।
এরপর অবশ্য এভারটনই লিড পেয়ে যায়। ২৯তম মিনিটে ডিউসবারি-হল ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক শট নেন, ইউনাইটেডের গোলকিপার হাত দিয়ে নাগাল পেলেও বল জালে ঢুকে যায়।
দ্বিতীয় হাফে আক্রমণের হার আরও বাড়িয়ে দেয় ইউনাইটেড। তবে কাজের কাজ কিছুই হচ্ছিল না। ম্যাচের ৮০ ও ৮৮তম মিনিটে এভারটনের গোলকিপার জর্ডান পিকফোর্ড অবিশ্বাস্য দুইটি সেভ করে দলকে গোল হজমের হাত থেকে বাঁচায়। শেষ পর্যন্ত ঘরের মাঠে হার নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।
দুই দলই ১২ ম্যাচে ১৮ পয়েন্ট পেয়েছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের দশ নম্বরে ইউনাইটেড, তার পরের স্থানেই এভারটন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]