বিমানবন্দরের ‘কার্গো ভিলেজে’ আগুন: পণ্য খালাস চলছে বিকল্প উপায়ে
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৯:২০
বিমানবন্দরের ‘কার্গো ভিলেজে’ আগুন: পণ্য খালাস চলছে বিকল্প উপায়ে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘কার্গো ভিলেজে’ আগুন লাগার প্রেক্ষাপটে সাময়িক সময়ের জন্য যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের এলাকা দিয়ে পণ্য খালাসের ব্যবস্থা করেছে ঢাকা কাস্টম হাউজ।


পণ্যের কায়িক পরীক্ষা ও শুল্কায়নের জন্য নয় নম্বর ফটকে ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড অটোমেশন সিস্টেমেরও’ সংযোগ স্থাপন করা হয়েছে।


১৯ অক্টোবর, রোববার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ দপ্তর বলেছে, আপাতত যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের (জিএসই বা গ্রাউন্ড সাপোর্ট ইকুয়িপমেন্ট মেইনটেন্যান্স) স্থান দিয়ে পণ্য খালাস প্রক্রিয়া চালু করেছে ঢাকা কাস্টম হাউজ।


“কাস্টমস কর্তৃপক্ষ এখানে পণ্যের কায়িক পরীক্ষা সম্পন্ন করছেন। ৯ নম্বর ফটকে অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের সংযোগ স্থাপনও করা হয়েছে।”


ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন ২৭ ঘণ্টা পর পুরোপুরি নিভেছে।


রোববার বিকালে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের অপারেশন ও মেনটেইন্যান্স শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।


শনিবার দুপুরে শাহজালালের আমদানি কার্গো ভিলেজে আগুনের ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট, পুলিশ, আনসার, র‌্যাব, এপিবিএন, বিমান বাহিনী, নৌবাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় রাত ৯টার কিছু পরে আগুন নিয়ন্ত্রণে আসে।


এ ঘটনায় পৃথক তদন্ত কমিটি গঠন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।


আগুনে বিভিন্ন ধরনের আমদানি করা মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com