
নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান নারী দলের দেওয়া ১৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে সহজ জয় লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নারী দল। পাকিস্তান নারী দল আগে ব্যাট করে ৩৮.৩ ওভারে মাত্র ১২৯ রানে অলআউট হয়। দলের হয়ে কেউই বড় রান করতে পারেননি। বাংলাদেশের বোলাররা শুরু থেকেই চাপ বজায় রাখেন।
টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ দল দারুণ সূচনা না পেলেও এখন জয় থেকে মাত্র ৪০ রান দূরে। ২৩.১ ওভার শেষে টাইগার নারীরা সংগ্রহ করেছে ৯০ রান ২ উইকেট হারিয়ে।
ব্যাট হাতে রুবিয়া হায়দার দুর্দান্ত খেলছেন। তিনি ইতোমধ্যে ৫৬ বল খেলে ৪৩ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে অধিনায়ক ও উইকেটকিপার নিগার সুলতানা ১৯ রান নিয়ে সঙ্গ দিচ্ছেন।
এর আগে বাংলাদেশের ইনিংসে ফারগানা হক ২ রান ও শরমিন আখতার ১০ রান করে ফেরেন। পাকিস্তানের হয়ে ডায়ানা বেগ ৭.১ ওভারে মাত্র ১০ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। এছাড়া রামিন শামিম নিয়েছেন আরেকটি উইকেট।
এখন বাংলাদেশের সামনে বাকি আছে ২৬.৫ ওভার, প্রয়োজন মাত্র ৪০ রান। রান রেটের চাপ নেই (1.49)। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতেই।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]