
চমৎকার দুটি ডেলিভারিতে ম্যাচের প্রথম ওভারে পরপর দুই উইকেট নিয়ে সুর বেঁধে দিলেন মারুফা আক্তার। পরে দারুণ বোলিং করলেন অন্য বোলাররাও। ফিল্ডিংও হলো নজরকাড়া। পাকিস্তানের ব্যাটিং গুঁড়িয়ে ছোট লক্ষ্য পেল বাংলাদেশ।
উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে এই দুই দলের প্রথম ম্যাচে স্রেফ ১২৯ রানে অলআউট হয়েছে পাকিস্তান।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশের হয়ে ছয় জন হাত ঘুরিয়ে অন্তত একটি উইকেট পান সবাই। ৩.৩ ওভারে ৩ মেডেনে স্রেফ ৫ রানে পাকিস্তানের শেষ ৩ উইকেট নিয়ে সফলতম বোলার লেগ স্পিনিং অলরাউন্ডার স্বর্ণা আক্তার।
নিয়ন্ত্রিত বোলিংয়ে পেসার মারুফা ও বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার নেন ২টি করে উইকেট।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে বিশ্বকাপে আসা পাকিস্তানের হয়ে ত্রিশ ছুঁতে পারেননি কেউই।
বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছে প্রায় সাড়ে পাঁচ মাস পর। সবশেষ গত এপ্রিলে লাহোরে পাকিস্তানের বিপক্ষেই বিশ্বকাপ বাছাইয়ে খেলেছিল তারা।
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচের একটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর আরেকটি শ্রীলঙ্কাকে ১ রানে হারায় নিগার সুলনাতার দল। সব মিলিয়ে প্রস্তুতির ঘাটতি তাই কিছুটা ছিলই। তবে বিশ্বকাপ অভিযানের শুরুতে বোলিংয়ে উজ্জীবিত পারফরম্যান্সই উপহার দিল তারা।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]