একজন সাধারণ নাগরিক বলে ভুবন রাষ্ট্রদৃষ্টির বাইরেই থাকবে?
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫৯
একজন সাধারণ নাগরিক বলে ভুবন রাষ্ট্রদৃষ্টির বাইরেই থাকবে?
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

'ঢাকার রাস্তায় মোটরসাইকেলে করে যাওয়ার পথে মাথায় গুলিবিদ্ধ ভুবন চন্দ্র শীলের (৫২) জ্ঞান ফেরেনি তিন দিনেও। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের আইনি পরামর্শক ভুবন ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন।


কবে নাগাদ ভুবনের জ্ঞান ফিরতে পারে, সে বিষয়ে চিকিৎসকেরা কোনো ধারণা দিতে পারছেন না। এদিকে তাঁর অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসার খরচের জোগান নিয়ে বেকায়দায় পড়েছেন পরিবারের সদস্যেরা'।


এরকম খবরে এখন আর নাগরিক মন বিচলিত হয় না। রাষ্ট্রও হয় না।


ভাবা যায় যে, একটা নিরীহ নাগরিক কোন দোষ ছাড়া রাস্তায় নেমে সন্ত্রাসীদের গুলিতে এরকমভাবে মৃত্যুপথযাত্রী হবে! এই পরিবারটি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কেউ একবার খোঁজ নিতেও যায়নি। একজন সাধারণ নাগরিক বলে এই মানুষটা রাষ্ট্র দৃষ্টির বাইরেই থাকবে?


(ফেসবুক থেকে নেয়া)


লেখক: সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক, গ্লোবাল টেলিভিশন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com