
আমাদের ফায়ার সার্ভিসকে দেখেন। জাস্ট এই বাহিনীটাকে আমার সিনেমার ফোর্স মনে হয়।
গ্যাসের গন্ধ যখন পুরো শহরকে গ্রাস করেছিল, লোকেরা ফোন করে তিতাস গ্যাসের জরুরি নম্বরে কাউকে পায়নি। সবাই ফোন করেছে ফায়ার সার্ভিসে।
তিতাস কতৃপক্ষ এ নিয়ে একটা বিবৃতি অবধি দেয়নি; দিয়েছে মন্ত্রণালয়।
ওদিকে ফায়ার সার্ভিস বিভিন্ন স্পটে গাড়ি নিয়ে গিয়ে বসেছিল। যদি কোথাও দুর্ঘটনা ঘটে, সাথে সাথে যেন কাজ শুরু করতে পারে, তাই তারা সারা রাত শহর পাহারা দিয়েছে। তাদের সর্বোচ্চ যা করা সম্ভব, তাই করেছে তারা।
আমাদের ফায়ার সার্ভিসকে একটা নোবেল পুরষ্কার দিলেও সেটাও যথেষ্ট হয় না। এরা সত্যিকারের গণমানুষের কাজ করে।
লেখক : দেবব্রত মুখোপাধ্যায়, ম্যানেজার, পাবলিক কমিউনিকেশন, নগদ।
(ফেসবুক ওয়াল থেকে)
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]