শিরোনাম
টিকা কিনতে বাংলাদেশকে ঋণ দিচ্ছে এডিবি
প্রকাশ : ২৪ জুন ২০২১, ২১:১১
টিকা কিনতে বাংলাদেশকে ঋণ দিচ্ছে এডিবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের টিকা কিনতে বাংলাদেশকে ৯৪ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭ হাজার ৯৯০ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা হিসেবে)।


বৃহস্পতিবার (২৪ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বাংলাদেশ সরকারের মধ্যে ঋণ চুক্তি সই হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবি’র পক্ষে কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ নিজ নিজ পক্ষে ঋণ চুক্তিতে সই করেন।‘রেসপন্সিভ কোভিড-১৯ ভ্যাকসিনস ফর রিকভারি প্রজেক্ট আন্ডার দি এশিয়া প্যাসিফিক ভ্যাকসিন অ্যাকসেস ফ্যাসিলিটি’প্রোগ্রামের আওতায় এ ঋণ দিচ্ছে সংস্থাটি।


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, এ প্রোগ্রামটি বাস্তবায়ন করবে অর্থ বিভাগ ও স্বাস্থ্য অধিদফতর। সার্বিক তদারকি করবে স্বাস্থ্য সেবা বিভাগ। ভ্যাকসিন সাপোর্ট প্রোগ্রামটি চলতি বছরের জুন থেকে ২০২৪ সালের মে মেয়াদে বাস্তবায়ন করা হবে। প্রোগ্রামটির উদ্দেশ্য হচ্ছে—কোভিড-১৯ অতিমারি প্রতিরোধে ভ্যাকসিন কেনায় সহায়তা করা।


ইআরডি জানায়, ৯৪ কোটি ডলারের মধ্যে ৪৭ কোটি ডলারের জন্য বাংলাদেশকে নিয়মিত হারে (২ শতাংশ) সুদ দিতে হবে। অবশিষ্ট ৪৭ কোটি ডলার রেগুলার সুদ হিসেবে নির্ধারণ করা হয়েছে। এছাড়া, অব্যয়িত অর্থের ওপর শূন্য দশমিক ১৫ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ প্রযোজ্য হবে।


উল্লেখ্য, এডিবি’র এ ঋণ তিন বছরের গ্রেস পিরিয়ডসহ ১৫ বছরে পরিশোধযোগ্য। এডিবি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। সংস্থাটি এ পর্যন্ত বাংলাদেশকে ২৬ দশমিক ৪৬ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা দিয়েছে। এর মধ্যে ২৫ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ এবং ১ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার অনুদান।


বিবার্তা/আদনান/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com