শিরোনাম
দক্ষিণী সিনেমার কাছে জনপ্রিয়তা হারাচ্ছে বলিউড
প্রকাশ : ১৮ জুন ২০২১, ১৭:৩১
দক্ষিণী সিনেমার কাছে জনপ্রিয়তা হারাচ্ছে বলিউড
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের দক্ষিণী সিনেমার কাছে জনপ্রিয়তা হারাচ্ছে বলিউড! এক সময় দক্ষিণের সিনেমা বলতে তামিল ইন্ডাস্ট্রিকে মনে করতেন সবাই। কিন্তু দক্ষিণের ইন্ডাস্ট্রি মানে তামিল, তেলেগু, মালায়ালাম কিংবা কন্নড় ভাষার সিনেমা বোঝায়।


রজনীকান্ত, কমল হাসান, নাগার্জুনা, পবন কল্যাণ, মোহনলালা কিংবা চিরঞ্জীবীর সিনেমার মাধ্যমেই মূলত দক্ষিণী সিনেমার সঙ্গে বাংলাদেশের দর্শকদের পরিচয়। এরপর তালিকায় যোগ হয়েছেন— ধানুশ, সুরিয়া, চিয়ান বিক্রম, থালাপতি বিজয়, রবি তেজা, বিজয় সেতুপাত্তি, বিশাল, আল্লু অর্জুন, জুনিয়র এনটিআর, রাম চরণ, মহেশ বাবু, নাগা চৈতন্য, প্রভাস, যশ, বিজয় দেবরকোন্ডা, দুলকার সালমান, পৃথ্বিরাজ প্রমুখ। এদের খ্যাতির ভিড়েই যেন হারিয়ে যেতে বসেছেন শাহরুখ, সালমান, আমিরদের মতো সুপারস্টার।


নয়নতারা, আনুশকা শেঠি, কাজল আগরওয়াল, সাই পল্লবী, সামান্থা আক্কিনেনি, কীর্তি সুরেশ, রাশমিকা মান্দানা, রাশি খান্না, পূজা হেগড়ের মতো নায়িকারা অভিনয়ের পাশাপাশি রূপের দ্যুতি দিয়ে দর্শকদের মুগ্ধ করছেন। সেই দিক থেকে আলোচনা থেকে হারিয়ে যেতে বসেছেন কারিনা কাপুর, ক্যাটরিনা কাইফ কিংবা আলিয়া ভাটের মতো অভিনেত্রীরা।


বলিউডের চেয়ে বাংলাদেশী দর্শকরা এখন দক্ষিণী সিনেমা বেশি দেখেন। প্রভাসের ‘বাহুবলি’ সিনেমাটি এক্ষেত্রে মাইলফলক হিসেবে কাজ করেছে। এরপর যশ অভিনীত ‘কেজিএফ: চ্যাপটার ওয়ান’ সেই উন্মাদনার পালে নতুন করে হাওয়া দিয়েছে।


বর্তমানে ধানুশ অভিনীত ‘আসুরান’ কিংবা ‘কারনান’ সিনেমাপ্রেমীদের মগজে নতুন করে ভাবনা তৈরি করছে। আলোচনায় উঠে এসেছে সুরিয়ার ‘সুরারোই পোট্রু’। মুভি ডাটাবেজ আইএমডিবি’র জরিপে সবচেয়ে বেশি রেটিং পাওয়া সিনেমার দৌড়ে তৃতীয় এটি। মহেশ বাবুর ‘মহর্ষি’, ‘ভারত আনে নেনু’র মতো সিনেমাগুলোয় সামাজিক বিভিন্ন সমস্যা তুলে ধরতে দেখে দর্শক হয়তো মনে মনে বলছেন— চলচ্চিত্র মানে যদি হয় জীবনের প্রতিচ্ছবি তাহলে দক্ষিণের সিনেমাগুলোতেই তা বেশি দেখা যায়।


এছাড়া দক্ষিণী সিনেমার রিমেক বানিয়ে বলিউডে হিট হওয়ার নজিরও রয়েছে। তেলেগু ভাষার ‘অর্জুন রেড্ডি’ সিনেমার রিমেক ‘কবির সিং’। ২০১৯ সালে সবচেয়ে বেশি আয় করা ও আলোচিত সিনেমা ছিল এটি। এছাড়া শহিদের পরবর্তী সিনেমা ‘জার্সি’। সেটিও দক্ষিণী সিনেমার রিমেক। শোনা যাচ্ছে, সাড়া জাগানো তামিল সিনেমা ‘বিক্রম বেদা’র রিমেক হচ্ছে বলিউডে।


বর্তমানে মুক্তি প্রতীক্ষিত বেশ কয়েকটি সিনেমার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। এর মধ্যে রয়েছে— বাহুবলি সিনেমাখ্যাত পরিচালক এস এস রাজামৌলি পরিচালিত ‘রুদ্রম রণম রুধিরাম’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রাম চরণ, জুনিয়র এনটিআর। এছাড়া চলতি বছর মুক্তি পাবে যশ অভিনীত ‘কেজিএফ: চ্যাপটার টু’। এই সিনেমা নিয়েও দর্শকের উন্মাদনার শেষ নেই।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com