শিরোনাম
এবার বিজেপিতে যোগ দিলেন শ্রাবন্তী
প্রকাশ : ০২ মার্চ ২০২১, ০৯:৪৮
এবার বিজেপিতে যোগ দিলেন শ্রাবন্তী
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

পশ্চিমবঙ্গের আরও এক অভিনেত্রী নাম লেখালেন বিজেপিতে। সোমবার (১ মার্চ) বিকেলে কলকাতার এক হোটেলে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপির পতাকা তুলে দেন তার হাতে। খবর আনন্দবাজার


এর কয়েকদিন আগেই বিজেপিতে নাম লিখিয়েছেন টলিউডের অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত, অভিনেত্রী পায়েল সরকার।


তৃণমূলের সমর্থক হয়েও হঠাৎ বিজেপিতে আসার সিদ্ধান্ত কেন নিলেন এমন প্রশ্নের উত্তরে এই অভিনেত্রী বলেন, ‌‘অনেকেই তৃণমূলের সমর্থক ছিলেন। কিন্তু তাদের মধ্যে অনেকেই আবার বিজেপিতে গিয়েছেন। আমারও মনে হয়েছিল, রাজ্যের মানুষের মঙ্গলের জন্য কাজ করতে হলে এই দলেই যোগ দিতে হবে।’


শ্রাবন্তী জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক মতাদর্শে তিনি মুগ্ধ। তার জন্যই ওই দলে যোগ দিয়েছেন। মানুষ তাকে বরাবর ভালবেসেছে। তার ধারণা, সেই ভালোবাসার জোরেই আসন্ন নির্বাচনে তিনি মানুষের আরও কাছে পৌঁছে যাবেন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com