দুই দশক পর জকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩১
দুই দশক পর জকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রতিষ্ঠার দুই দশক পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন হচ্ছে আজ। একসঙ্গে হচ্ছে হল সংসদ নির্বাচনও।


মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বেলা ৩টা পর্যন্ত।


নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের বিপরীতে প্রার্থী ১৫৭ জন। মোট ভোটার ১৬ হাজার ৪৪৫ জন। নির্বাচনে ছাত্রদল ও ছাত্র অধিকার, ছাত্রশিবির, বামপন্থি দল ও জাতীয় ছাত্রশক্তি সমর্থিত চারটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।


এর আগে নানা কারণে তিন দফা স্থগিত হয় জকসু নির্বাচনের ভোটগ্রহণের তারিখ। ভোটের কারণে আজ বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।


পুরান ঢাকার ইতিহাস-ঐতিহ্যের স্মারক নিয়ে স্ব-মহিমায় শিক্ষার আলো ছড়াচ্ছে জবি। যদিও প্রাচীন আমলে বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে ওঠা শিক্ষাপ্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় ২০০৫ সালে। কিন্তু রূপান্তরের দুই দশক পেরিয়ে গেলেও এ পর্যন্ত কোনো ছাত্রসংসদ ছিল না। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত প্রেক্ষপটে এবার সেই জবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জকসু নির্বাচন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com