
ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। চলতি মাসের ৩০ নভেম্বর পর্যন্ত মেডিকেল কলেজটি বন্ধ থাকবে।
রোববার (২৩ নভেম্বর) কলেজের অধ্যক্ষ ডা. মাজহারুল ইসলাম শাহীন এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
তিনি জানান, ভূমিকম্পের পর শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব ধরনের একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
অধ্যক্ষ বলেন, দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই কলেজ বন্ধ রাখা হয়েছে। হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, তবে অনেক শিক্ষার্থী এখনো হলে রয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় একাডেমিক কার্যক্রম শুরু করা হবে বলে অধ্যক্ষ জানিয়েছেন।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]