নির্ভীকতায় পেরিয়ে আটাশ, উনত্রিশে চবিসাস
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৮:১১
নির্ভীকতায় পেরিয়ে আটাশ, উনত্রিশে চবিসাস
মহসিন,চবি
প্রিন্ট অ-অ+

নির্ভীকতায় গুটিগুটি পায়ে ২৮ বছর পারি দিয়ে ২৯ এ পদার্পণ করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। ১৯৯৬ সালের ৬ই ডিসেম্বর মাত্র ১০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা চট্টগ্রাম সংগঠনটির এবার স্লোগান নির্ধারণ করা হয়েছে 'নির্ভীকতায় পেরিয়ে আটাশ, উনত্রিশে চবিসাস'।


শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা ৯ টায় চাকসুর সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়।


চবিসাসের সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ আজহার। স্বাগত বক্তব্য রাখেন চবিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়াজ মোহাম্মদ। এছাড়া সাবেক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চবিসাসের সাবেক সাধারণ সম্পাদক ইমাম ইমু।


দূরন্ত ছুটে চলা চবিসাসের নির্ভীক সাংবাদিকদের দীর্ঘ এ যাত্রা যেমন গৌরবের, তেমনি ছিলো চ্যালেঞ্জিং। বিভিন্ন সময় ক্ষমতাসীন ছাত্রসংগঠনের হুমকি ও ষড়যন্ত্রকে উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে ভূমিকা রেখেছে সংগঠনটি। এমনকি চবিসাসের সাংবাদিকদের কলমে উঠে এসেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, দুর্নীতি ও অনিয়মগুলো। এমনকি সত্য সংবাদ প্রকাশ করতে গিয়ে ২০১৪ সালে মামলার শিকার হয়েছিলেন সমিতির তৎকালীন অর্থ সম্পাদক ফারুক আব্দুল্লাহ।


বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাংবাদিকতায় অপরাধ, রাজনীতি, পরিবেশ, বাণিজ্য, গবেষণা, আইন, উদ্ভাবনসহ জাতীয় প্রেক্ষাপটের প্রায় সব বিষয়ে ক্যাম্পাস সাংবাদিকদের প্রশিক্ষণ হয় হাতে-কলমে। হুমকি, চাপ কিংবা আনন্দ- সব অভিজ্ঞতাই হয় এখানে। বলা যায় ছাত্রজীবনে অন্য যেকোনও পেশায় গিয়ে এমন অভিজ্ঞতা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ ছোট ছোট হাতগুলোই গড়ে তোলে বিচিত্র সব স্বপ্ন। যে স্বপ্নের ডানায় ভর করে চলে এ বিশ্ববিদ্যালয়ের ৩০ হাজার শিক্ষার্থী।


২৭ বছর ধরে ব্যালট-ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণ করে আসছে চবিসাস। প্রতিবছর গণতান্ত্রিক পদ্ধতিতে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির সংবিধান অনুযায়ী এক বছর আগে সমিতির সদস্য পদ লাভ করেছেন এমন সকল সদস্যই নির্বাচনে অংশ নিতে পারেন।


১৯৯৭-৯৮ সেশনে সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন আহমেদ করিম এবং সাধারণ সম্পাদক ছিলেন আবদুল মালেক। চবিসাসের বর্তমান সভাপতি মোহাম্মদ আজহার এবং সাধারণ সম্পাদক রোকনুজ্জামান । এ সংগঠনের রয়েছে সাত সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ। সমিতির বর্তমান সদস্য ৪০ জন। দেশসেরা প্রায় সকল পত্রিকা এবং নিউজ এজেন্সিতে কাজ করছে চবিসাসের সদস্যরা।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা হিসাবে পদাধিকারবলে দায়িত্বে থাকেন চবি উপাচার্য। বর্তমানে চবিসাসের প্রধান উপদেষ্টা চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার। এছাড়াও পদাধিকারবলে চবিসাসের উপদেষ্টা হিসেবে রয়েছেন- চবি উপ-উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি, তথ্য শাখার ডেপুটি রেজিস্ট্রার, সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্য থেকে মনোনীত দুই জন সদস্য।


বর্তমানে দেশের টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র, অনলাইন পোর্টালসহ দেশের প্রতিষ্ঠিত গণমাধ্যমে রয়েছে এ সমিতির সদস্যরা। কেউ কাজ করছেন ব্যুরো প্রধান হিসেবে, কেউ আছেন নিউজ এডিটর আবার কেউ জ্যেষ্ঠ প্রতিবেদক কিংবা নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করছেন বিভিন্ন গণমাধ্যমে।


প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজের অনুভূতি জানিয়ে চবিসাসের সাধারণ সম্পাদক রোকনুজ্জান বলেন, আজকের এ দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের অগ্রজ কলম সৈনিকদের। যাদের সাহসী পদক্ষেপে চবিসাস এ জায়গায় পৌঁছেছে। প্রতিষ্ঠাকাল থেকে মহান স্বাধীনতার চেতনা ও প্রগতিশীল ভাবধারা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদচর্চা, সাংবাদিকদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে কাজ করে আসছে চবিসাস। সমিতির ভবিষ্যৎ আরও মসৃণ এবং সুন্দর হোক এটাই প্রত্যাশা।


চবিসাসের সভাপতি মোহাম্মদ আজহার বলেন, সকলের প্রতি রইলো প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। ২৮ পেরিয়ে আজ ২৯ বছরে পা দিয়েছে চবিসাস। এ উপলক্ষে আজ দিনব্যাপী উদযাপনের আয়োজন করা হয়েছে। সমিতির সাবেক বর্তমান সকল সদস্যের অংশগ্রহণে আজকের এ দিনটি স্মরণীয় হয়ে থাকবে আশাকরি।


বিবার্তা/মহসিন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com