অনির্দিষ্টকালের জন্য বন্ধ বশেমুরবিপ্রবি, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ১৩:৫২
অনির্দিষ্টকালের জন্য বন্ধ বশেমুরবিপ্রবি, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

এবার অনির্দিষ্টকালের জন্যে শিক্ষা কার্যক্রম বন্ধের ঘোষণা করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে বুধবার (১৭ জুলাই) বিকেল ৫টার মধ্যে ছাত্রদের ও আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


১৭ জুলাই, বুধবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে এক জরুরি সভা ডাকা হয়। সভা শেষে রেজিস্ট্রার মো. দলিলুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক ইউজিসি প্রেরিত স্মারক পত্রের পরিপ্রেক্ষিতে অত্র বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৪র্থ জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক, অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে অফিস কার্যক্রম যথারীতি চলবে।


এছাড়াও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হলসমূহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।


এ বিষয়ে রেজিস্ট্রার মো: দলিলুর রহমান বলেন, 'আজকে রিজেন্ট বোর্ডের এক সভায় সিদ্ধান্ত হয়েছে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এ ছাড়াও আজ বিকাল ৫টার মধ্যে ছেলেদের এবং আগামীকাল সকাল ১০ টার মধ্যে মেয়েদের হল ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ জুলাই) অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বন্ধের ঘোষণা করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। মঙ্গলবার রাতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। তারই পরিপ্রেক্ষিতে বশেমুরবিপ্রবিে রিজেন্ট বোর্ডের জরুরি সভা করে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম ও হলগুলো বন্ধ করার ঘোষণা দেয়।


বিবার্তা/অহনা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com