
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম মাকসুদ কামাল বলেছেন, ইতিহাস জানতে হলে পাণ্ডুলিপির ওপর গবেষণা দরকার। শত-হাজার বছর আগে আমাদের ইতিহাস কেমন ছিল, তা জানা ভীষণ আনন্দদায়ক। বর্তমান প্রজন্মকে ইতিহাস জানাতে হলে, জ্ঞানের অপূর্ব আধার হিসেবে পাণ্ডুলিপিকে জানতে হবে।
৮ মে, বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গ্রন্থাগারে পাণ্ডুলিপিবিষয়ক সেমিনার ও কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার কর্তৃপক্ষ সেমিনারটির উদ্বোধন করেন।
তিনি আরও বলেন, ইতিহাস-ঐতিহ্য নিয়ে কাজ করা আবশ্যক। বর্তমানের ইতিহাসের গতিপথকে নির্দেশ করায় পাণ্ডুলিপির গুরুত্ব অনস্বীকার্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রান্থাগারিক ড. এম নাসিরুদ্দিন মুন্সি। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম মাকসুদ কামাল।
এছাড়া কলা অনুষদের ডিন আব্দুল বাছির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রবন্ধ উপস্থাপন করেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ।
উল্লেখ্য, ১৯২৫ সালে প্রায় ১ হাজার ২০০ পাণ্ডুলিপি নিয়ে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাণ্ডুলিপি শাখা। বর্তমান প্রায় ৩২ হাজার পাণ্ডুলিপিতে সমৃদ্ধ বিভাগটিতে কাজ করছে দেশ বিদেশের বিভিন্ন গবেষক।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]