শিক্ষা
কুবি উপাচার্য-কোষাধ্যক্ষের পদত্যাগ চায় শিক্ষক সমিতি
প্রকাশ : ০৭ মে ২০২৪, ১৯:২৫
কুবি উপাচার্য-কোষাধ্যক্ষের পদত্যাগ চায় শিক্ষক সমিতি
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এর উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদত্যাগের এক দফা এবং গত ২৮ এপ্রিল শিক্ষকদের উপর হামলাকারী সকল অছাত্র-বহিরাগত সন্ত্রাসীদের বিচারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে কুবি শিক্ষক সমিতির সদস্যরা।


৭ মে, মঙ্গলবার বেলা ১২ টা থেকে দেড়টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।


এ ব্যাপারে শিক্ষক সমিতির সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস লতা বলেন, 'আমাদের এক দফা দাবি, দাবি আদায় করে আমরা ক্লাসে ফিরে যেতে চাই। আমাদের যে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে তা কারো জন্য মঙ্গলজনক না।'


শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘এতো অনিয়মের মধ্যে দিয়ে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে গেছি উনার সাথে কিন্তু তিনি সেখানে আমাদের উপর সন্ত্রাসী দিয়ে হামলা করিয়েছেন। তিনি অনেক সময় কার্যালয় ছেড়ে বের হয়ে গেছেন। এভাবে একটা পর্যায়ে গিয়ে আমরা আক্রমণের শিকার হয়েছি। উনি সন্ত্রাসী দিয়ে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির উপর হামলা করিয়েছেন। এভাবে তো একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। আমাদের কর্মসূচি চলমান, আমরা মনে করি একজন অনৈতিক, অন্যায্যকারী উপাচার্যের নেতৃত্বে একটা বিশ্ববিদ্যালয় কোনোভাবে নিরাপদ না। আমরা যে ক্লাসে ফিরবো, ক্লাস রুমেও আমরা নিরাপদ না। আমরা মনে করি এ বিষয়ে সরকার পদক্ষেপ নিবে। কোন ব্যক্তির জন্য এতো বড় একটা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে না।'


এর আগে গত ২৮ এপ্রিল উপাচার্য-শিক্ষক সমিতির হাতাহাতি ঘটনা ঘটে এবং দু'পক্ষই পাল্টাপাল্টি থানা মামলা করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩০ এপ্রিল জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় এবং হলসমূহ বন্ধ ঘোষণা করে।


বিবার্তা/প্রসেনজিত/রোমেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com