শিক্ষা
শীতার্ত মানুষের পাশে জাতীয় বিশ্ববিদ্যালয়
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩, ১৭:২০
শীতার্ত মানুষের পাশে জাতীয় বিশ্ববিদ্যালয়
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। উত্তরবঙ্গে সমাজের অবহেলিত মানুষের শীতের নিদারুণ কষ্ট লাঘবে কম্বল প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে ১০০০ কম্বল উত্তরবঙ্গের কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর জেলার বিভিন্ন উপজেলার অসচ্ছল পরিবারের শিক্ষার্থী ও সমাজের প্রান্তিক পর্যায়ের খেটে খাওয়া মানুষের মাঝে বিতরণ করা হয়।


রবিবার (২২ জানুয়ারি) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদারের নেতৃত্বে একটি টিম এই কম্বল বিতরণ করেন।


তারা রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার নিম্ন আয়ের মানুষের মাঝে এই কম্বল পৌঁছে দেন। শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণের জন্য কলেজ কর্তৃপক্ষকে সম্পৃক্ত করা হয়েছে। এছাড়া ছিন্নমূল মানুষের মাঝে উষ্ণতা ছড়াতে কুড়িগ্রাম জেলা প্রশাসকের হাতে কম্বল তুলে দেওয়া হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসন ছিন্নমূল মানুষের কাছে এই কম্বল পৌঁছে দেবে।


শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ টিমে অন্যদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান, পরিবহন দপ্তরের পরিচালক মেজবাহ উদ্দিন, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মো. সাজেদুল হক, মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য, বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও কুমিল্লার সোনার বাংলা কলেজের অধ্যক্ষ মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও আলহাজ মকবুল হোসেন কলেজের অধ্যক্ষ আ ফ ম রেজাউল হাসান প্রমুখ।


বিবার্তা/রাসেল/জেএইচ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com