শিক্ষা
ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতা শুরু
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩, ১৭:০৯
ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতা শুরু
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনে বন্ধুত্ব’ স্লোগানকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতা।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ২২ জানুয়ারি, রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলী বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়ন ও জোরদার করার উপর গুরুত্বারোপ করে বলেন, জাতীয় পর্যায়ে মেধাবী ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে নিয়মিত এরকম প্রতিযোগিতা আয়োজন করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ, অনুশীলন, উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।


ঢাবি উপাচার্য বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে গুণগতমান নিশ্চিত করে ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি বজায় রেখে প্রতিটি কাজ করতে হবে। দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলতে শ্রেণিকক্ষ ও গবেষণাগারে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে নিয়মকানুন ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।


উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যেকার উদ্বোধনী ম্যাচটি ড্র হয়। ৪ দিনব্যাপী এই প্রতিযোগিতায় স্বাগতিক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে।


বিবার্তা/সাইদুল/এসএফ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com