শিক্ষা
অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় ঋণ কর্মসূচি চালু চায় ইউজিসি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ১৭:০৮
অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় ঋণ কর্মসূচি চালু চায় ইউজিসি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

উন্নত বিশ্বের মতো দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ঋণ কর্মসূচি চালুর সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।


উন্নত বিশ্বের অনেক দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা ঋণ দেয়া ও পরে কর্মজীবনে প্রবেশের পর বা অন্য কোনোভাবে তা পরিশোধ করার নিয়ম আছে। দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ সুবিধা চালু করতে সরকারকে উদ্যোগ নেয়ার সুপারিশ করেছে কমিশন।


ইউজিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এ সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনটি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দেয়া হয়েছে। এতে মোট ১৭ দফা সুপারিশ করেছে কমিশন।


শিক্ষার্থীদের জন্য শিক্ষাঋণ চালু নিয়ে কমিশনের সুপারিশে বলা হয়েছে, উন্নত বিশ্বে বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নকালে শিক্ষার্থীদের শিক্ষা ঋণ দেয়া এবং পরবর্তীতে কর্মজীবনে প্রবেশের পর বা অন্য কোনোভাবে তা পরিশোধ করার নিয়ম-পদ্ধতি বিদ্যমান। সেই আলোকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতে এনডাউমেন্ট তহবিল গঠন কারে শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ কর্মসূচি চালু করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করতে পারে।


বিবার্তা/রাসেল/এসএফ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com