রাজধানীর লালবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সায়মন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিল।
বুধবার (১৫ মে) রাত ১০টার দিকে লালবাগের আজিমপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে( ঢামেক) হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মোহাম্মদ আয়নাল হোসেন জানান, গরমের কারণে আমরা এলাকার ১০/১২ জন আজিমপুর বটতলায় বসে ছিলাম। তখন একজন অটোরিকশা চালক রিকশাটি রেখে প্রস্রাব করতে যায়, বাউন্ডারির টিনের বেড়ার হাত দেয়ার সাথেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে টিনে আটকে থাকে। বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।
তারা আরোও জানান, নির্মাণাধীন ভবনটি নির্মাণ করছেন মাস্টার বিল্ডার্স এর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিবার্তা/বুলবুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]