
সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের হলসমূহের সফল কর্মী সভা-২০২১ সম্পন্ন করেছে বাংলাদেশ ছাত্রলীগ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।
এর আগে ২৫ ই নভেম্বর ( বৃহস্পতিবার ) এক প্রেস বিজ্ঞপ্তিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বিশ্ববিদ্যালয়য়ের হলসমূহের কর্মী সভা আয়োজনের নির্দেশ প্রদান করেন ।
১ ডিসেম্বর বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের কর্মী সভা -এর মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। তারপর ধারাবাহিকভাবে ২ ডিসেম্বর কৃষকরত্ন শেখ হাসিনা হল, ৫ ডিসেম্বর নবাব সিরাজ-উদ-দৌলা হল, ৬ ডিসেম্বর শেরেবাংলা হল এবং সর্বশেষ ৭ ডিসেম্বর কবি কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের কর্মী সভার মাধ্যমে এ কার্যক্রম শেষ হয়।
উক্ত কর্মীসভায় সভাপতিত্ব করেন শেকৃবি ছাত্রলীগের সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের কৃষি শিক্ষা সম্পাদক এস এম মাসুদুর রহমান মিঠু । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. নজরুল ইসলাম,এবং হলসমূহের প্রভোস্ট বৃন্দ ।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি জেসমিন আরা রুমা। উক্ত কর্মী সভার প্রধান বক্তা ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
কর্মী সভা সম্পর্কে জানতে চাইলে শেকৃবি ছাত্রলীগ এর সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু বলেন, " শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম সুসংগঠিত একটি ইউনিট। এ ইউনিটের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে আমরা এই কর্মী সভার আয়োজন করেছি। উক্ত কর্মী সভার মাধ্যমে দক্ষ ও মেধাবী নেতৃত্ব তৈরি করার পথে আরো এক ধাপ এগিয়ে গেলো শেকৃবি ছাত্রলীগ। আমরা বিশ্বাস করি এই সমন্বিত মেধাবী নেতৃত্ব দেশরত্ন,কৃষকরত্ন শেখ হাসিনা আপার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে কাজ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সর্বোচ্চ ভূমিকা রাখবে "। এসময় তিনি ওৎ পেতে থাকা অনুপ্রবেশকারী, মৌলবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, " করোনার কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় দীর্ঘদিন আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম চালাতে পারিনি। এখন আবার যেহেতু সবকিছু স্বাভাবিক আছে তাই আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ও মুজিববর্ষে আমাদের ক্যাম্পাসে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে এই কর্মী সভা। এর মূল লক্ষ্য হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার রুপকল্প বাস্তবায়নে আদর্শিক কর্মী গড়া"।
বিবার্তা/তানিম/ইমরান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]