শিরোনাম
শীতকালীন ছুটিতেও পরীক্ষা নেবে জবি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ২০:০৭
শীতকালীন ছুটিতেও পরীক্ষা নেবে জবি
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগের চলমান সেমিস্টার পরীক্ষা শীতকালীন ছুটিতেও চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।


সেশনজট কমাতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত পাঁচদিন শীতকালীন ছুটি চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান সেমিস্টার পরীক্ষা গ্রহণ চালু থাকবে।


এছাড়া ২০২০-২০২১ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি কার্যক্রমও চালু থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। এসময় বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও প্রশাসনিক দফতর খোলা থাকবে।


উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইন্সটিটিউটে সশরীরে সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে।


বিবার্তা/আদনান/জেএইচ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com