শিরোনাম
শেকৃবিতে হল খোলার সম্ভাবনা অক্টোবরে
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪২
শেকৃবিতে হল খোলার সম্ভাবনা অক্টোবরে
শেকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনা মহামারির কারণে দীর্ঘ বন্ধের পর আগামী অক্টোবর থেকে আবাসিক হল খুলে দিতে পারে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন। হল পুনরায় খোলার জন্য নেয়া সকল প্রস্তুতিও শেষ পর্যায়ে বলে জানানো হয়।


বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম শুরুর পরে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর টিকা গ্রহণ সম্পন্ন হয়ে গেছে। তবুও কেন হল বন্ধ রাখা হয়েছে প্রসঙ্গে শেকৃবি উপাচার্য ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়া বলেন, ‘আমরা হলো গুলো খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। সব পরিস্থিতি ঠিক থাকলে অক্টোবরের শুরুর সপ্তাহে খুলে দেয়া সম্ভব হবে।’


তবে সব বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের সঙ্গে শিক্ষামন্থীর আলোচনার পরেই সিদ্ধান্ত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।


বিশ্ববিদ্যালয়ের হল খোলার জন্য প্রস্তুত কিনা জানতে চাইলে নবাব সিরাজ উদ দৌলা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম খান বলেন, ‘হল গুলো খোলার জন্য প্রস্তুত হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতা সহ আনুষাঙ্গিক সকল কাজের ৯০ শতাংশ ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ চলমান রয়েছে। শিক্ষার্থীদের স্যানিটাইজেশনের জন্যও পর্যাপ্ত স্যানিটাইজারের ব্যাবস্থা রাখা হয়েছে।’


তিনি আরও জানান, ‘আমার হলে গনরুম সংস্কৃতি থাকবে না এবং সবার জন্য রুমের ব্যাবস্থা করা হচ্ছে। এছাড়া ছাত্র-অছাত্র চিহ্নিত করা হবে।পড়ালেখা শেষ, চাকরি হয়ে গেছে কিংবা বাইরের কোনো শিক্ষার্থী হলে থাকতে পারবে না।’


বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলগুলোর প্রোভোস্টদের সঙ্গে কথা বলেও হলগুলোর প্রস্তুতির কথা জানা যায়।


তবে বিশ্ববিদ্যালয়টিতে কেনো আইসোলেশন সেন্টারের ব্যাবস্থা করা হয়নি।এই প্রসঙ্গে শেকৃবি উপাচার্য বলেন, "আমাদের মেডিকেল সেন্টারে পর্যাপ্ত জায়গা নেই। আমাদের জন্য পর্যাপ্ত আইসোলেশনের ব্যাবস্থা করা কঠিন।তবে বিষয়টি বিবেচনায় রাখবেন বলে তিনি আশ্বস্ত করেন।"


বিবার্তা/তানিম/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com