শিরোনাম
জবি মেডিকেল সেন্টারের চিকিৎসককে শোকজ
প্রকাশ : ১৫ জুন ২০২১, ২২:৫২
জবি মেডিকেল সেন্টারের চিকিৎসককে শোকজ
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক মেডিকেল সেন্টারের চিকিৎসক মো. ফখরুল ইসলাম ছুটি ছাড়াই অনুপস্থিত থাকায় তাকে শোকজ নোটিশ পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


মঙ্গলবার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।


তিনি বলেন, ‘ফখরুল ইসলামকে শোকজের নোটিশ আজকে অনুমোদিত হয়েছে। আমরা অফিশিয়ালি চিঠি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছি।’


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রতিদিন পালা করে একজন চিকিৎসক দায়িত্ব পালন করেন। ১০ জুন ডা. মো. ফখরুল ইসলামের দায়িত্ব পালনের কথা ছিল। কিন্তু তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাউকে না জানিয়েই ছুটি কাটান। এদিন সেবা নিতে এসে ফিরে গেছেন অনেক শিক্ষার্থী।


এ বিষয়ে জানতে চাইলে উক্ত চিকিৎসক জানান, অসুস্থতার কারণে ডিউটিতে আসেননি। তবে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মিতা শবনম জানান, ওই চিকিৎসক ছুটিতে ছিলেন না।


বিষয়টি নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘আমাদের এখানে থাকতে হলে কাজ করতে হবে। কাজ না করলে চলে যাবে।’


বিবার্তা/আদনান/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com