শিরোনাম
সপ্তাহে ৩ দিন চলবে জবির শিক্ষক বাস
প্রকাশ : ১০ জুন ২০২১, ১৭:৩৩
সপ্তাহে ৩ দিন চলবে জবির শিক্ষক বাস
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বহনকারী যানবাহনসমূহ সপ্তাহে ৩ দিন পূর্বের নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। আগের সময়সূচি অনুযায়ী রবি, মঙ্গল ও বৃহস্পতিবার যানবাহনগুলো সকালে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে ও দুপুরে ক্যাম্পাস থেকে নির্ধারিত রুটের উদ্দেশ্যে ছেড়ে যাবে।


বৃহস্পতিবার (১০ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আবদুল্লাহ-আল-মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ ও দাফতরিক কার্যক্রম চালু রাখার নিমিত্তে শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতকৃত যানবাহনগুলো পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সপ্তাহে তিন দিন (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার) স্ব-স্ব রুটে চলাচল করবে।


উল্লেখ্য, করোনাভাইরাসের প্রকোপের মাঝে সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয়ের দাফতরিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তের পর গত বছরের ২৩ জুন থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বহনে সীমিত পরিসরে চলছে ক্যাম্পাসের নিজস্ব যানবাহনগুলো।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com