লেবানন থেকে অবৈধ বাংলাদেশিদের ফিরতে জরিমানা ফি মওকুফ
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ২০:৩৬
লেবানন থেকে অবৈধ বাংলাদেশিদের ফিরতে জরিমানা ফি মওকুফ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

লেবাননে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরতে জরিমানা ফি মওকুফ করার ব্যবস্থা করা হয়েছে। ফলে বাংলাদেশিরা ভিসা ছাড়াই ফিরতে পারবে।


শুক্রবার (১৮ অক্টোবর) বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।


বৈরুত দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, লেবাননে অনিয়মিত কর্মীদের বহির্গমন ভিসা পাওয়ার ক্ষেত্রে বছর অনুযায়ী যে আর্থিক জরিমানার বিধান আছে, তা যুদ্ধাবস্থার অসুবিধার কথা বিবেচনা করে দূতাবাসের বিশেষ উদ্যোগে মওকুফ করার ব্যবস্থা করা হয়েছে।


উল্লেখ্য, এর আগে বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছিল, লেবানন থেকে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরতে জরিমানা ফি দিতে হবে।


এছাড়া লেবানন সরকার কর্তৃক (জেনারেল সিকিউরিটি) বহির্গমন ভিসার ক্ষেত্রে যে ভিসা প্রক্রিয়াকরণ ফি নির্ধারণ করা আছে, তা বাংলাদেশ দূতাবাসের অনুরোধে অর্ধেক করার বিষয়ে লেবানন কর্তৃপক্ষ সম্মত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে অনিয়মিত প্রবাসীদের চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে দেশে প্রত্যাবর্তন করতে ইচ্ছুক হলে ভিসা প্রক্রিয়া ফি হিসেবে জেনারেল সিকিউরিটি দপ্তরে (আমলনামা) ৫৫ মার্কিন ডলার জমা দিতে হবে। এ বিষয়ে দূতাবাস প্রয়োজনীয় সহায়তা করবে।


লেবাননে চলমান অবনতিশীল যুদ্ধ পরিস্থিতির বিবেচনায় যেসব অনিয়মিত প্রবাসীদের মেয়াদসহ মূল পাসপোর্ট আছে এবং স্বেচ্ছায় দেশে ফেরত যেতে আগ্রহী হয়ে ইতোমধ্যে নির্দিষ্ট ফরম পূরণ করে দূতাবাসে আবেদন করেছিলেন, তাদের মূল পাসপোর্টসহ ১৮, ১৯ ও ২০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১টায় দূতাবাসের অস্থায়ী কনস্যুলার ও কল্যাণ সেবা কেন্দ্রে (মাদ্রাফ স্কেন-ডলফিন সেন্টার বিল্ডিং-চতুর্থ তলা, রাউশি, নর্থ বৈরুত) উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।


উল্লেখ্য, উক্ত সময়ের মধ্যে মূল পাসপোর্ট জমা করতে ব্যর্থ হলে দূতাবাসের ব্যবস্থাপনায় বিমানযোগে নিকটবর্তী সময়ে দেশে ফেরত নেওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে না।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com