বাংলাদেশ আওয়ামীলীগ অব ব্রিটিশ কলাম্বিয়া কানাডার উদ্যোগে বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর, সোমবার সন্ধ্যা ৭ টায় এই আয়োজন সম্পন্ন হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগ অব ব্রিটিশ কলাম্বিয়া কানাডার সভাপতি শফিউল আজম এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শামসুদ্দীন চৌধুরী।
সভায় বিভিন্ন বক্তারা বাংলাদেশের এই বিশেষ ক্রান্তি লগ্নে স্বাধীনতা বিরোধীদের হাত থেকে বাংলাদেশকে পুনরুদ্ধার করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আওয়ামীলীগকে হাইব্রিডদের হাত থেকে মুক্ত করার ঘোষণা দেন।
উক্ত সভায় বীর মুক্তিযোদ্ধার সন্তান স্নিগ্ধা আফরোজ বিজয়ের ৫৪ বছর পর কিভাবে স্বাধীনতার বিরোধী শক্তি বাংলাদেশ দখল করলো, এ ব্যাপারে সবার কাছে প্রশ্ন রাখেন। বঙ্গবন্ধুর সৈনিক প্রাক্তন ছাত্রলীগ নেতা স্নেহাশীষ ভৌমিক বর্তমান সরকার দ্বারা স্বাধীনতার পক্ষের শক্তিকে রাজাকার বানিয়ে দেয়ার বিষয়ে আলোকপাত করেন এবং এর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ার আহ্ববান জানান।
ব্রিটিশ কলাম্বিয়া বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আরিফুর রহমান বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হবার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। ভ্যাংকুভারের সম্মানিত নতুন প্রজন্মের নেতা তারিক মালিক বঙ্গবন্ধুকে আদর্শ নেতা হিসাবে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ অনুকরণে সত্যিকারের সৎ নিষ্ঠাবান কর্মী হবার অনুপ্রেরণা দেন।
সাবেক ছাত্রলীগ নেতা রবি আলম ঢাকা কলেজ ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়াকালীন বঙ্গবন্ধুর সাথে কাজ করার স্মৃতিচারণ করেন এবং স্বাধীনতার পূর্ববর্তী ২৩ বছরের বঙ্গবন্ধুর ত্যাগ ও বলিষ্ট নেতৃত্বের বিষয়ে আলোকপাত করেন। বঙ্গবন্ধুর সংগ্রাম, ১৩ বছরের জেল খাটা এবং পাক বাহিনীর অত্যাচার উল্লেখ করে বাংলাদেশের প্রতি বঙ্গবন্ধুর নিঃস্বার্থ ভালোবাসার কথা স্মরণ করেন তিনি।
বাংলাদেশ আওয়ামী লীগ অব ব্রিটিশ কলাম্বিয়ার উপদেষ্টা আজাদুর রহমান খান আওয়ামিলীগের শাসনামলে দেশের উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত বৃহত্তর ভ্যাংকুভারের বিশিষ্ট ব্যক্তিত্ব মাহবুবুল ইসলাম বাংলাদেশের বর্তমান অবৈধ সরকারকে বিতাড়িত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন।
বিজয় দিবসের উক্ত আলোচনা সভার সভাপতি ও বাংলাদেশ আওয়ামিলীগ অব ব্রিটিশ কলাম্বিয়া, কানাডার সভাপতি তার সমাপনী বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার জন্য বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ আওয়ামীলীগের ঐতিহাসিক ভূমিকা, তৎকালীন মুক্তিকামী দল ও কোটি বাঙালির সমর্থনে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার কথা তুলে ধরেন। পরিশেষে তিনি বাংলাদেশকে জঙ্গিবাদ ও পাকিস্তানের মদদে পরিচালিত বর্তমান অবৈধ সরকারের হাত থেকে মুক্ত করার জন্য জন নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ সংগ্রাম করতে আহবান জানান।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন প্রজন্মের তরুন শিল্পী রূপকথা বিজয় দিবস উপলক্ষে এক বিশেষ নৃত্য পরিবেশন করে। বিশিষ্ট শিল্পী সামিয়া রিন, ফাহমিদা রুমা, খুরশিদ শাহীন জলি ও আফরোজ স্নিগ্ধার নেতৃত্বে প্রাণবন্ত কয়েকটি দলীয় সংগীত পরিবেশন করা হয়।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]