
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাজধানী কুয়ালালামপুর এর জি টাওয়ারের কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফয়সাল শেখ ও মার্জিয়া আফরিন শোভার উপস্থাপনায় ও পবিত্র কুরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনার মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালয়েশিয়ায় অবস্থানরত ব্যাবসায়ী মো. জাহাঙ্গীর, রাসেল, রাসেল খান, এ্যাডামাস মেরিন এর কান্ট্রি ম্যানেজার ক্যাপ্টেন জাকির, মাইডিনের এরিয়া ম্যানেজার মো. মামুন, তৌহিদুজ্জামানসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা মহান বিজয় দিবসের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং প্রবাসে বিভিন্ন দুর্ঘটনায় মারা যাওয়া প্রবাসী বাংলাদেশিদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে প্রেরণ, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ, অভিবাসন ব্যয় কমানো, প্রবাস ফেরতদের কর্মসংস্থান এবং কাগজপত্র বিহীন প্রবাসীদের বৈধকরণে সরকারের সহযোগিতাসহ ১০ দফা দাবী বাস্তবায়নে বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানান।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম সাফায়ত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইন মাধ্যমে যুক্ত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর প্রধান উপদেষ্টা ও কেন্দ্রীয় সভাপতি।
অনলাইন মাধ্যমে যুক্ত হয়ে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি জনাব ইঞ্জিঃ কবীর হোসেন মালয়েশিয়া শাখার দ্বিতীয় মেয়াদি কমিটির নাম ঘোষণা করেন। কমিটিতে সভাপতি হিসেবে মো. জাহিদ হাসান, সাধারণ সম্পাদক পদে মো. শরীফ আহমেদ ও এইচ এম হাসানকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটি মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পাশে থেকে কাজ করতে অঙ্গীকার ব্যক্ত করেন।
বিগত একবছরে সাংগঠনিক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা পালন করায় নেতাকর্মীদের মাঝে উপহার বিতরণ, গান ও কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বিবার্তা/আরিফ/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]