
যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা মেলা’। আগামী ২৩জুলাই মেডফোর্ডের এন্ড্রু মিডল স্কুলের মাঠে বোস্টন বাংলা মেলার আয়োজন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা চলবে। বোস্টন ও যুক্তরাষ্ট্রের ১১টি অঙ্গরাজ্য থেকে প্রবাসী শত শিল্পীরা অংশ নেবেন এই আয়োজনে। বোস্টন বাংলা মেলায় বাংলাদেশের জাতীয় সংগীত গাইবেন দুইজন মার্কিন শিল্পী। মেলায় বাঙ্গালীর শৈশবকালের খেলাধুলা, যেমন- এক্কাদোক্কা, লুডু, দাড়িয়াবান্ধা, গোলাছুট, মার্বেল, লাটিম, গুলতি, ঘুড়ি উড়ান, হাডুডু’র আয়োজন থাকবে।
মেলায় যেমন খুশি তেমন সাজো সহ শিশুদের আর্টক্যাম্পও হবে। নিউইয়র্ক এর আর্টিস্ট ফোরামের শিল্পীদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে এই আর্ট ক্যাম্প। অংশগ্রহণকারী সব শিশুকে আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজক আবুল কালাম আজাদ, তাপস বড়ুয়া ও মহিতোষ তালুকদার তাপস।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]