
অভিবাসনবান্ধব দেশ পর্তুগাল। দেশটির রাজধানী লিসবনে বৃহত্তর বরিশাল কমিউনিটি অব পর্তুগাল এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) পর্তুগালের রাজধানী লিসবনের বাংলা অধ্যুষিত এলাকার রুয়া দু বেনফরমসোর ফুড গার্ডেন রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শাহিন সাইদ মাহফিলে সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন আব্দুস সালাম । সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক নাসির উদ্দিন।
উক্ত ইফতার মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির প্রবীন নেতা, পর্তুগীজ রাজনীতিবিদ ও বাংলাদেশ ইসলামিক সেন্টারের সভাপতি রানা তাসলিম উদ্দিন।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ও পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, বাংলাদেশ দূতাবাস লিসবনের সহকারি কনস্যুলার অফিসার মোহাম্মদ নুর উদ্দিন, বাইতুল মুকাররম মসজিদের সাধারন সম্পাদক সোয়েব মিয়া, ফরিদপুর অ্যাসোসিয়েশন অফ পর্তুগাল এর সভাপতি মাহবুব আলম, মারতিম মনিজ জামে মসজিদের সভাপতি মোশারফ হোসেন ও সেক্রেটারি সাজিদ হোসেন, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারি ও সেক্রেটারি রাসেল আহমেদ।
রমযান মাসের গুরুত্ব নিয়ে কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন, মাওলানা হেলাল উদ্দিন ও হাফিজ আতিকুর রহমান।
ইফতার মাহফিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, আঞ্চলিক, ব্যবসায়িক ও ধর্মীয় সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারিসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিবার্তা/সজল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]