শিরোনাম
ডিআইজি প্রিজনস পার্থের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অব্যাহত
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২১, ১৭:২৯
ডিআইজি প্রিজনস পার্থের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অব্যাহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঘুষ গ্রহণ ও মানিলন্ডারিং আইনের মামলায় (বরখাস্ত) সিলেট কেন্দ্রীয় কারাগারের উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপালের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অব্যাহত রয়েছে।


সোমবার (১৮ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলার বাদী দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন জবানবন্দি শেষ করেন। এরপর আসামিপক্ষের আইনজীবী তাকে জেরা শুরু করেছেন। তবে তা শেষ হয়নি। এজন্য মঙ্গলবার মামলাটির দিন ধার্য রয়েছে।


উল্লেখ্য, গত বছর ২৮ জুলাই সকাল থেকে পার্থ গোপালকে জিজ্ঞাসাবাদের পর বিকেলে তার গ্রিন রোডের বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়।পরে তাকে গ্রেফতার দেখানো হয়। পরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।


বিবার্তা/আদনান/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com