শিরোনাম
সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৫ মর্টার শেল ও গুলি উদ্ধার
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২১, ১৭:৫৪
সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৫ মর্টার শেল ও গুলি উদ্ধার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে আবারো ১৫টি মর্টার শেল ও ৬ বক্স গুলি উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)। সোমবার (২৭ ডিসেম্বর) ভোর থেকে চলা এ অভিযান এখনো অব্যাহত আছে।


কাউন্টার টেররিজম ইউনিটের ডিআইজি মো. আসাদুজ্জামান জানান, এখনো একটি জায়গায় অভিযান চলছে। সেখানেও অস্ত্র পাওয়ার সম্ভাবনা আছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।


উল্লেখ্য, ২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফায় অভিযান চালিয়ে সাতছড়ি উদ্যান থেকে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান এবং ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব।


সর্বশেষ ১৩ আগস্ট সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন একটি ব্রিজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৯টি একনলা বন্দুক, তিনটি পিস্তল ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি।


বিবার্তা/জনি/এসএফ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com