শিরোনাম
সিলেটে শিবির সন্দেহে আটক ৩
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২১, ১৪:৩৬
সিলেটে শিবির সন্দেহে আটক ৩
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেট আলিয়া মাদ্রাসা থেকে গোপন বৈঠক চলাকালে ৩ শিবির নেতাকে আটক করেছে পুলিশ।


বুধবার (২৯ ডিসেম্বর) সকালে আলিয়া মাদ্রাসা পাঠাগারে সভার প্রস্তুতি চলাকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন- সাহার আহমদ, আমিনুল ইসলাম ও তানভীর আহমদ। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।


পুলিশ জানায়, এদিন সকালে আলিয়া মাদ্রাসা পাঠাগারে কেন্দ্রীয় সদস্য সম্মেলনের আয়োজন করে সিলেট জেলা পশ্চিম শিবির। এ খবর জানতে পেরে এসএমপির উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের নেতৃত্বে অভিযান চালানো হয়।


অভিযানে তিন শিবির নেতাকে আটক করা হয়। এ সময় পলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। এ সময় সম্মেলন কাজে ব্যবহৃত ডায়েরি, দুটি বই জব্দ করা হয়। পরে আটকদের হেলমেট পরিয়ে পুলিশের একটি কাভার্ড তুলে কোতোয়ালি থানায় আনা হয়।


সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, আটকদের নাম পাওয়া গেছে। তবে, তারা শিবিরের পদবিধারী কিনা, তা নিশ্চিত হতে জিজ্ঞাসাবাদ করা হবে।


বিবার্তা/বাবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com