শিরোনাম
রংপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ৫
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৯, ১৬:০৪
রংপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ৫
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রংপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রংপুর-ঢাকা মহাসড়কে আলাদা দুইটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হন।এ সময় আহত হয় আরও ৮ জন।


মিঠাপুকুর থানার ওসি জাফর আলী এ তথ্য জানিয়েছেন।


পুলিশ জানায়, রংপুরের মিঠাপুকুরের বলদিপুকুরে সোমবার রাতে বাসচাপায়-ভ্যানের যাত্রী রবিউল ইসলাম নিহত হন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে আজ সকালে সায়ন মিয়া ও রাকিবুল ইসলাম মারা যায়।


অপরদিকে, রংপুরের তারাগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। মাইক্রোবাস চালক আবদুর রহমান ও তার ভাগিনা ফরিদ মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ঘটনায় হাইওয়ের পুলিশ আলাদা মামলা করে।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com