শিরোনাম
চিরিরবন্দরে সাত মাংস ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ : ০৯ মে ২০১৯, ১৩:২২
চিরিরবন্দরে সাত মাংস ব্যবসায়ীকে জরিমানা
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুর চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর বাজারে নির্ধারিত মূল্য তালিকা না থাকায় ও অসুস্থ গরু জবাইয়ের অভিযোগে সাত মাংস বিক্রেতাকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাউল করিম এ রায় দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন মোছা. মৌসুমি আক্তার।


দণ্ডপ্রাপ্ত গরু মাংস বিক্রেতা সামসুল হক, কাল্টু, আব্দুল ছাত্তার, আকবর আলী, শামসুদ্দীন, রিয়াজুল ইসলামসহ প্রত্যেকে ৫ হাজার টাকা ও ছাগল মাংস বিক্রেতা নুর ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।


মেজবাউল করিম জানান, অভিযানের প্রথমদিন ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে। পুরো রমজান মাস জুড়েই এ অভিযান চলবে। কোথাও কোনো অনিয়ম পেলে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক জেল জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবেন।


বিবার্তা/মানিক/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com