শিরোনাম
কুড়িগ্রামে সুবিধা বঞ্চিতদের মাঝে চেক বিতরণ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৯, ২০:৫০
কুড়িগ্রামে সুবিধা বঞ্চিতদের মাঝে চেক বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে মাতৃ-পিতৃহীন ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শর্তযুক্ত অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।


সোমবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ করেন সমাজসেবা অধিদফতরের পরিচালক (প্রতিষ্ঠান) উপ-সচিব মো. আবু মাসুদ। এসময় ১২০জন শিশুর মাঝে ১৪ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়।


অনুষ্ঠানে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (অ:দা:) ফজলুল হক, ইউনিসেফ রংপুর ও রাজশাহী অঞ্চলের চাইল্ড প্রটেকশন কর্মকর্তা জেসমিন হোসেন, সিএসপিবি প্রকল্পের প্রোগ্রাম, মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন কর্মকর্তা রবিউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাবিবুর রহমান প্রমুখ।


এসময় প্রতি শিশুকে ১২ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। তবে এসব পরিবারের শিশুকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝড়ে পড়া থেকে বিরত থাকার শর্ত যুক্ত করা হয়েছে।


চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতর কর্মসূচিটি বাস্তবায়ন করছে।


বিবার্তা/সৈারভ/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com