শিরোনাম
পঞ্চগড়ে তাপমাত্রা কমে ৫ ডিগ্রিতে
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৯, ১০:২০
পঞ্চগড়ে তাপমাত্রা কমে ৫ ডিগ্রিতে
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। কয়েক ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা আবারও কমে ৫ ডিগ্রিতে নেমে এসেছে। এতে চরম বিপাকে পড়েছেন জেলার নিম্ন ও সাধারণ আয়ের মানুষজন।


রবিবার (২৯ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়া আবহাওয়া অফিসে মৌসুমের সর্ব নিম্ন তাপমাত্রা ৪ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হলেও তা সোমবার বেড়ে সকাল ৬টায় রেকর্ড করা হয় ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। কয়েক ঘণ্টার ব্যবধানে ৭ পয়েন্ট কমে সকাল ৯টায় তা ৫ ডিগ্রিতে পৌঁছায়। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। গত কয়েকদিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ে।


তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা আরো কমে আসতে পারে। এদিকে হিমালয়ের কাছে হওয়ায় দিনব্যাপী শৈত্যপ্রবাহ বয়ে চলেছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com