চিরনিদ্রায় শায়িত হলেন ত্রাণ দিতে গিয়ে নিহত চবি শিক্ষার্থী ফাহিম
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২৩
চিরনিদ্রায় শায়িত হলেন ত্রাণ দিতে গিয়ে নিহত চবি শিক্ষার্থী ফাহিম
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত দিনাজপুরের খানসামা উপজেলার বাসিন্দা চবি শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশের দাফন সম্পন্ন করা হয়েছে।


৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে উপজেলার ভাবকি ইসলামিয়া মাদ্রাসা মাঠে জানাজা নামাজের পর পারিবারিক কবরস্থানে ফাহিমের দাফন সম্পন্ন করা হয়।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশ খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নে মুন্সি পাড়ার আক্কাস মিস্ত্রির ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ফাহিমের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে চলছে শোকের মাতম।


ফাহিমের বন্ধুবান্ধব সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফাহিম সক্রিয় ভূমিকা পালন করেছে। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিনাজপুর জেলা ছাত্রবান্ধন কমিটির সভাপতি ছিলেন তিনি।


জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তাজ উদ্দিন, ওসি মোজাহারুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসময় উপজেলা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ফাহিমের পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইউএনও মো.তাজ উদ্দিন।


উল্লেখ্য, বন্যার্তদের জন্য গত দুই দিন ধরে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা। গত ২৭ আগস্ট সোমবার দিবাগত রাত ৩টার দিকে ট্রাকে করে নোয়াখালী সেনবাগের উদ্দেশ্যে ত্রাণ নিয়ে রওনা দেয় বিভাগের শিক্ষার্থীরা। পথে মীরসরাই পার হওয়ার পর জোরারগঞ্জ এলাকায় পৌঁছালে চালকের অসাবধানতার কারণে সামনে থাকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে সামনের আসনে থাকা দুজন শিক্ষার্থী গুরুতর আহত হয় এবং ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ফাহিম বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬ টা ২০ মিনিটে ঢাকা সিএমএইচ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


বিবার্তা/জামান/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com