রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে বিএনপি কর্মী মজির উদ্দিনকে হত্যার অভিযোগে শেখ হাসিনা, সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ২৬০ জনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা করা হয়েছে। মামলায় ১৭৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাত।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী হাছুফা খাতুন।
২০১৫ সালের ৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষ্যে বানেশ্বর বাজারে ২০ দলীয় জোটের সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ ভন্ডুল করতে নির্বিচারে গুলি চালায় পুলিশ ও আ. লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা। এতে ঘটনাস্থলে নিহত হয় বিএনপি কর্মী মজির উদ্দিন।
নিহতের বাড়ি চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে। তার ছেলে মাসুদ রানা জানায়, ঘটনার পর কয়েকবার পুঠিয়া থানায় মামলা করতে আসি। কিন্তু তখন মামলা নেয়নি পুলিশ। তাই মামলা দেরি হলো।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, বিএনপি কর্মী মজির উদ্দিন হত্যা মামলা হয়েছে থানায়। আসামিদের খুব দ্রুত গ্রেফতার করা হবে।
বিবার্তা/সোহানুর/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]