
নওগাঁর মান্দায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদদের রুহের
মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ আগস্ট, শনিবার দুপুরে ফেরিঘাট হাফেজিয়া ও ওসমান গনিসদন মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মান্দা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সারোয়ার জাহান স্বপনের সভাপতিত্বে এবং মান্দা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান নান্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মকলেছুর রহমান মা-কে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাস্টার এনামুল হক, ছাত্রদলের আহ্বায়ক শাহিদুজ্জামান সালেক, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান গামা, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ শহিদুল ইসলাম, প্রসাদপুর দলিল লেখক সমিতির সভাপতি রেজাউন নবী চঞ্চল, সিনিয়র সহ-সভাপতি অরুণ কুমার ও সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিবার্তা/আপেল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]