জনপ্রতিনিধিরা আত্মগোপনে, ব্যাহত সেবা
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ১৪:৩৫
জনপ্রতিনিধিরা আত্মগোপনে, ব্যাহত সেবা
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর নাটোরের সিংড়া উপজেলার বেশ কিছু ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে জনসাধারণ এসে পাচ্ছে না কাঙ্ক্ষিত সেবা। ১২টি ইউনিয়নের মধ্যে অর্ধেকের বেশি ইউপি চেয়ারম্যানরা অনুপস্থিত। এসব কার্যালয়ে এখনো নাগরিক সেবা স্বাভাবিক করা যায়নি।


জনপ্রতিনিধিরা আত্মগোপনে থাকায় নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।


উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন পাশা গত রবিবার থেকে অফিস শুরু করেন। মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি অফিস শুরু করলেও পুরুষ ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান লিখন এখনো কর্মস্থলে অনুপস্থিত।


সিংড়া পৌরসভার মেয়র-কাউন্সিলররা কেউই ৫ আগস্টের পর থেকে কার্যালয়ে আসছেন না। উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ৭ ইউপির চেয়ারম্যান আত্মগোপনে রয়েছে বলে জানা যায়।


জানা যায়, সরকারি প্রজ্ঞাপনে পর নড়েচড়ে বসে চেয়ারম্যানরা। গত ১৮ আগস্ট রবিবার শুরু অফিস করেন কলম ইউপির চেয়ারম্যান মইনুল হক চুনু, চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল্লা, লালোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক শুভ, ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম হোসেন বাদশা, রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন।


এখনো কর্মস্থলে অনুপস্থিত সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন, ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ, চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা এবং শেরকোল ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের কারণে সেবা ব্যাহত রয়েছে।


বিবার্তা/রাজু/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com