শিরোনাম
ময়মনসিংহে অবৈধ বালু উত্তেলনের বিরুদ্ধে অভিযান
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৯, ২০:৪৪
ময়মনসিংহে অবৈধ বালু উত্তেলনের বিরুদ্ধে অভিযান
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তিনটি ড্রেজার মেশিন ও পাঁচটি নৌকা ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।


বুধবার (৯ অক্টোবর) ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মাঈদুল ইসলাম ও মনোনীতা দাস।


ময়মনসিংহ জেলা প্রশাসন সূত্র জানায়, জেলার গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি ড্রেজার মেশিন ও পাঁচটি নৌকা ধ্বংস করা হয়েছে।


ভ্রাম্যমাণ আদালত নির্বাহী হাকিম মাঈদুল ইসলাম ও মনোনীতা দাস জানায়, পরবর্তীতে কেউ যাতে অবৈধভাবে বালু উত্তোলন না করতে পারে- এ জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সতর্ক দৃষ্টি রাখতে অনুরোধ করা হয়েছে।


বিবার্তা/বাপ্পী/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com