শিরোনাম
নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো সফোক্লিসের ‘ইলেক্ট্রা’
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৪
নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো সফোক্লিসের ‘ইলেক্ট্রা’
ত্রিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগে মঞ্চস্থ হলো বিখ্যাত গ্রীক নাট্যকার সফোক্লিসের “ইলেক্ট্রা”।


বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদের সামনের সিঁড়িতে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পরীক্ষা প্রযোজনা হিসেবে মঞ্চস্থ হয়। নাটকটিতে পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন মো. মাজহারুল তোকদার ইমন, প্রভাষক নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ, জাককানইবি।


এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষক তানভীর নাহিদ খান, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ইসমত আরা ভূঁইয়াসহ অন্য শিক্ষকগণ।


নাটকটির মূল চরিত্রে অভিনয় করেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবং সার্বিক সহযোগিতায় ছিল ২০১৫-১৬ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। নাটকে তুলে ধরা হয় গ্রিক পুরাণে ইলেক্ট্রা ছিলেন রাজা আগামেমনন এবং রানি ক্লাইমেনেস্ত্রার কন্যা, আর্গোসের রাজকুমারী। তিনি তার ভাই ওরেস্তেসের সাথে যৌথ ভাবে মা ক্লাইমেনেস্ত্রা এবং সৎ পিতা আয়গিস্থোসকে হত্যার পরিকল্পনা করেন পিতৃহত্যার প্রতিশোধ নেয়ার জন্য। শেষ পর্যন্ত তারা এ পরিকল্পনায় সফল হন।


বিবার্তা/টুটুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com