
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ভুরকাপাড়ায় স্কুল ছাত্র বলাৎকারের ঘটনায় প্রধান আসামি মো. রিফাজ মাস্টাকের (৪৫) গ্রেফতার করেছে র্যাব।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টায় গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ভুরকাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রধান আসামি মো. রিফাজ মাস্টার কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ভুরকাপাড়া গ্রামের আকছেদ সরকারের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জুলাই (রবিবার) এক স্কুল ছাত্রের নিজ বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় ভয়ভীতি দেখিয়ে বলাৎকারের অভিযোগ ওঠে দৌলতপুর উপজেলার ভুরকাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এই শিক্ষকের বিরুদ্ধে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের চাচা বাদী হয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-৬।
উক্ত মামলার এজাহার নামীয় আসামিকে গ্রেফতারের জন্য সিপিসি-১, র্যাব-১২ কুষ্টিয়া গোয়েন্দা নজরদারি শুরু করে। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/তুহিন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]