
কুষ্টিয়া জেলার দৌলতপুরে র্যাবের অভিযানে ৭২০ বোতল ফেনসিডিলসহ মো. আরিফুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করেছে।
২ সেপ্টেম্বর, সোমবার র্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সোমবার ভোরে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে একটি আভিযানিক দল দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১টি নোয়া মাইক্রোবাসের ভেতর হতে ৭২০ বোতল ফেনসিডিল, যার মূল্য আনুমানিক ২১,৬০,০০০/- টাকা এবং নগদ ১৭,০০০/- টাকা সহ মো. আরিফুল ইসলামকে আটক করা হয়।
মো. আরিফুল ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মো. লিয়াকত আলীর ছেলে।
পরে আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/তুহিন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]